স্কুল বন্ধ রেখে শিক্ষকদের বরযাত্রা!


সহকর্মীর ছেলের বিয়ে, তাই বিদ্যালয় বন্ধ রেখে বরযাত্রী হলেন শিক্ষকরা। একমাত্র বরযাত্রায় শরিক হওয়ার জন্য আগের দিনই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোলাপ খান বাংলানিউজকে জানান, রোববার সকালে বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা দেওয়া। পরে জানতে পারি তারা সবাই বরের সঙ্গী হয়েছেন। বিদ্যালয়ে আসেননি। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বাংলানিউজকে জানান, আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক মালেকের দ্বিতীয় ছেলের বিয়ের দিন রোববার। তাই তার বিয়েতে যাওয়ার জন্য সংরক্ষিত ছুটি থেকে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, বিশেষ কারণে বিদ্যালয় প্রধান বিদ্যালয় ছুটি দিতে পারেন। এখানে বরযাত্রার বিষয়টিকেই বিশেষভাবে দেখা হয়েছে। এতে দোষের কিছু নেই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জুলাই ০৮, ২০১২