নেত্রকোনায় কাঁচামরিচের কেজি ১শ টাকা!

 

রমজান আসতে না আসতেই কাঁচামরিচের দাম বেড়ে গেছে। নেত্রকোনা পৌর সদরসহ জেলার ১০টি উপজেলাতেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১শ টাকা দরে।

জেলা শহরের আনন্দবাজারের কাঁচাবাজার ব্যবসায়ী ছাইদুর রহমান বাংলানিউজকে বলেন, ‘বর্ষাকালে এমনিতেই মরিচের সরবরাহ কম থাকে। তারপরে আবার সামনে রমজান। এ কারণেই পাইকারি ব্যবসায়ীরা আগের চেয়ে এর দাম বাড়িয়ে দিয়েছেন।’

আবু সিদ্দিক নামে এক ক্রেতা বলেন, ‘পাইকারি ৮০ টাকা দরে বিক্রি হলেও খুচরা হিসেবে ১শ গ্রাম মরিচ কিনতে আমার কাছ থেকে ১০ টাকা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘মরিচ সাধারণত কেউ ১ কেজি কিংবা ২ কেজি কেনেননা। খুচরা হিসেবে অল্প পরিমানই কেনেন। এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে স্থিতিশীল থাকে, তার জন্য বাজারে সরকারের নজরদারি থাকা উচিত।’

(বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জুন ৩০, ২০১২)