দূর্গাপুরে সংঘর্ষে বাবা ও ছেলে নিহত


নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- বাবা বিল্লাল হোসেন (৪৫) ও তার ছেলে আল আমীন। শনিবার সকাল সাড়ে ৮টায় কুল্লাগড়া ইউনিয়নের পলাশগড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

এ সময় লাল মিয়া ও হানিফ মিয়া নামে আরও দুজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, পলাশগড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ হাশেম, সেকান্দর ও হারুনের সঙ্গে বিল্লাল মিয়ার বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়লে  এ হতাহতের ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হননি।

(বাংলানিউজটোয়েন্টিফোর.কম জুন ৩০, ২০১২)