কেন্দুয়ায় ২ দল গ্রামবাসীর সংঘর্ষ আহত ৩০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বুধবার ২ দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শহীদুল্লাহ (৩৫), আয়নাল হক (৪০) ও সাকাতুল্লার (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ বাংলানিউজকে জানান, বলাইশিমুল ইউনিয়নের উজিয়ালপুর গ্রামের আয়নাল হকের সঙ্গে গোপালপুর গ্রামের সাদেকের ধান ভাঙানোর মেশিন নিয়ে মঙ্গলবার কথা কাটাকাটি হয়।

এরই জেরে বুধবার সকাল ১০টার দিকে ২ দল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত স্বাভাবিক করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জুলাই ১১, ২০১২