নদীর নাম সোমেশ্বরী

নদীর নাম ‌‌‌সোমেশ্বরী । আহা ! কি সুন্দর নাম ! পাহাড়ী নদী সোমেশ্বরী । নেত্রকোনার সুসং দুর্গাপুরের বিরিশিরিতে এই নদী দেখে চোখ জুড়িয়ে গেল । পাহাড়ী নদী যে রকম হয়,ঠিক সে রকমই এই নদী । শীতের শুরুতে পানি কমে যায় । কিন্তু,বর্ষাকালে এ নদী যেন সদ্য যৌবন প্রাপ্তা । উচ্ছল,প্রাণবন্ত । কি জানি কবে এই নদীর জন্ম ? আমাদের পাশ্ববর্তী দেশ ভারতের পাহাড়ী এলাকা থেকে নেমে এসেছে এই স্রোতস্বিণী । অক্টোবর মাস ২০১০ । আমাদের মাথার উপর মেঘহীন নীল আকাশ । দু-একটি নিঃসংগ চিল রোদের রং পাখায় মেখে অনেক উপর দিয়ে উড়ছে । নদীতে নীল আকাশের ছায়া পড়েছে । দুরে পাহাড়ের নীল কালচে অবয়ব । চারিদিকে উজ্জ্বল মায়াবী আলোর খেলা । পাহাড় ও নদী যেন এখানে মিতালী পেতেছে...আমার ক্যামেরা ব্যস্ত হয়ে উঠল ।







সোমেশ্বরী


বাংলাদেশ-ভারত বর্ডার



আদিবাসী গারো





চিনামাটির খনি,দুর্গাপুর,নেত্রকোনা